ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ল্যাভরভ যাচ্ছেন চীন সফরে

ল্যাভরভ যাচ্ছেন চীন সফরে

ইউক্রেন যুদ্ধ এবং মস্কো ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে গতকাল ও আজ মঙ্গলবার চীন সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে আলোচনার কেন্দ্রে থাকবে দ্বিপক্ষীয় সহযোগিতা। এর পাশাপাশি, ইউক্রেন সংকট ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে ল্যাভরভ বেইজিং সফরে যাচ্ছেন। রয়টার্স গত মাসে এক প্রতিবেদনে বলেছিল, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মে মাসে চীন সফর করবেন। পুতিন চীন সফর করলে, এটা হবে তার নতুন মেয়াদের প্রথম বিদেশ ভ্রমণ। গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন বেইজিং সফর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত