ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগ

গ্রেপ্তার পোলিশ নাগরিক
জেলেনস্কিকে হত্যাচেষ্টার অভিযোগ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে সম্ভাব্য হত্যাচেষ্টা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পোল্যান্ডের কৌঁসুলিরা জানান, পাওয়েল কে নামের ওই ব্যক্তিকে রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগসাজশ করে জেলেনস্কির ওপর সম্ভাব্য হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি পোল্যান্ডের দক্ষিণ-পূর্বের একটি বিমানবন্দরের তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। বিদেশ ভ্রমণের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই পোলিশ বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন। ২০২২ সালের ডিসেম্বরে ওয়াশিংটন সফর থেকে ফেরার পথে ওই বিমানবন্দরে নেমেছিলেন জেলেনস্কি।

যুদ্ধের কারণে ইউক্রেনের আকাশপথে প্রায় সব বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। এ জন্য দেশটির নেতাদের বিদেশ সফরে যেতে পোল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। পোলিশ কৌঁসুলিরা জানান, ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে পাওয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। পাওয়েল কোনো তথ্য রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে পাচার করেছেন কি না তা অবশ্য স্পষ্ট করেননি তারা। আদালতে দোষী প্রমাণিত হলে পাওয়েলের সর্বোচ্চ আট বছরের জেল হতে পারে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক সেনাদের সঙ্গে গত শুক্রবার দেখা করেছেন জেলেনস্কি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত