হুতি আক্রমণে সুয়েজ খালের আয় কমেছে ৫০ শতাংশ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের রাজস্ব ৫০ শতাংশ কমে গেছে। মিসরের পরিকল্পনামন্ত্রী গতকাল রোববার এ কথা বলেছেন। সউদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ফাঁকে বক্তৃতায় হালা এল-সাইদ বলেন, ‘লোহিত সাগরে উত্তেজনার কারণে জাহাজ চলাচলে ব্যাঘাত হওয়ায় এই পতন ঘটেছে।’ সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট এবং ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম শিপিং রুট। পাশাপাশি এটি মিসরের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস।

ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে ইয়েমের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও মার্কিন প্রতিশোধমূলক বিমান হামলার কারণে লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সে কারণে আন্তর্জাতিকী জলপথে ট্রানজিটগুলো প্রভাবিত হয়েছে। এদিকে গাজা উপত্যকায় মারাত্মক ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর এই আগ্রাসন শুরু হয়। হামাসের হামলায় এক হাজার ২০০ জন নিহত হয়। অন্যদিকে ইসরায়েলি হামলায় প্রায় সাড়ে ৩৪ হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের মতে, ছয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি যুদ্ধে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।