কিরগিজস্তানে ট্রাকের চাপায় ৩১ শিশু আহত

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে একটি উৎসবমুখর অনুষ্ঠান চলাকালে একদল শিক্ষার্থীকে একটি মিনি আইসক্রিমের ট্রাক চাপা দিয়েছে। এতে অন্তত ৩১ শিশু আহত হয়েছে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক অভ্যন্তরীণ বিষয়ক অধিদপ্তর। জালাল-আবাদ অঞ্চলের সুজাক জেলায় ‘তরুণ মানস মহাকাব্যিক কথকদের’ একটি প্রতিযোগিতা চলাকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অনুষ্ঠান চলাকালে একটি মিনি ট্রাক পাহাড় থেকে নেমে একদল শিক্ষার্থীকে চাপা দেয়। শিশুদের জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছিল সে গাড়িতে। কিন্তু গাড়িটির চালক গাড়িতে ছিলেন না বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় ৯ থেকে ১৬ বছর বয়সি ৩১ শিশু আহত হয়েছে। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আরও ১৩ শিশুকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।