ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেকর্ড তৃতীয় বারের মতো লন্ডনের মেয়র সাদিক খান

রেকর্ড তৃতীয় বারের মতো লন্ডনের মেয়র সাদিক খান

টানা তৃতীয়বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন লেবার পার্টির সাদিক খান। ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। গত শনিবার (৪ মে) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা নাগাদ ফলাফল প্রকাশ করা হয়। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জিতেছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৩২ দশমিক ৬ শতাংশ ভোট। সুসান হলকে ২ লাখ ৭৬ হাজারের বেশি ভোটে হারিয়েছেন সাদিক খান। তিনি টোরিদের দুটি এলাকাসহ ১৪টি নির্বাচনি এলাকার মধ্যে নয়টিতে জয়ী হয়েছেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাদিক খানের প্রাপ্ত ভোট ১০ লাখ ৮৮ হাজার ২২৫ এবং প্রতিদ্বন্দ্বী সুসান হলের ভোটসংখ্যা ৮ লাখ ১১ হাজার ৫১৮। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ২৪ লাখের বেশি- যা মোট ভোটারের ৪২ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালের মেয়র নির্বাচনের তুলনায় এবার ভোটের সংখ্যা অনেক কম। ২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত