ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে শারজা

নতুন গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে শারজা

শারজা উপকূলবর্তী আল হাদিবা ক্ষেত্রে নতুন গ্যাসের মজুত আবিষ্কার করেছে। শারজা গভর্নমেন্ট মিডিয়া ব্যুরো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত আবিষ্কৃত গ্যাসের মোট পরিমাণ প্রকাশ না করে বলেছে, শারজার আল সাজা শিল্প এলাকার উত্তরে অবস্থিত ক্ষেত্রটিতে ‘প্রত্যাশিত পরিমাণে’ গ্যাসের মজুত রয়েছে। গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শারজা ন্যাশনাল অয়েল করপোরেশন (এসএনওসি) কয়েক মাস ধরে একটি কূপ খনন করার পর নতুন ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে। ক্ষেত্রের পরিমাণ ও সম্ভাব্য গ্যাসের মজুত নিশ্চিত করতে সামনের দিনগুলোতে কূপটি পরীক্ষা করা হবে। আল হাদিবা গ্যাসক্ষেত্রটি শারজার পঞ্চম উপকূলবর্তী ক্ষেত্র। বাকি ক্ষেত্রগুলো হলো- আল-সাজা, কাহিফ, মাহানি ও মুয়ায়েদ। ২০২০ সালে শারজা আমিরাতের উপকূলে প্রাকৃতিক গ্যাস ও ঘনীভূত একটি নতুন কূপ আবিষ্কার করার পর এই ঘোষণা এলো, যা ছিল তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম আবিষ্কার। এসএনওসি সে সময় বলেছিল, রাষ্ট্রীয় মালিকানাধীন এসএনওসি ও ইতালির তেল কম্পানি এনি অংশীদারির প্রথম বছরের মধ্যেই ‘মাহানি’ অনুসন্ধান কূপ আবিষ্কার করেছে। ২০১০ সালে প্রতিষ্ঠিত এসএনওসি শারজার জ্বালানি সম্পদের অনুসন্ধান, উৎপাদন, প্রকৌশল, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত। মাহানি গ্যাসফিল্ড ছাড়াও তারা তিনটি উপকূলীয় ক্ষেত্র, একটি গ্যাস প্রক্রিয়াকরণ কমপ্লেক্স, দুটি হাইড্রোকার্বন তরল সংরক্ষণাগার ও রপ্তানি টার্মিনাল এবং সঞ্চালনলাইন ও উৎপাদন পাইপলাইনের নেটওয়ার্কের মালিক ও পরিচালনাকারী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত