ইউক্রেন ইস্যুতে ফ্রান্সকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে ফরাসি সেনা পাঠালে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। গতকাল বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যদি ইউক্রেনে তাঁর দেশের সেনা পাঠান, তাহলে তারা রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়টি প্যারিসের বিবেচনাধীন বলে জানিয়েছিলেন মাখোঁ। তার যুক্তি, ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত মস্কো জয় পেলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যে নেমে যাবে। মাখোঁর ওই মন্তব্য উল্লেখ করে মারিয়া জাখারোভা বলেন, ‘ফরাসি সেনারা যদি এই অঞ্চলে আসে তবে তারা অবশ্যই রুশ বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।’ মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তার মাধ্যমে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন করে সংঘাতের উসকানি দিচ্ছে। এদিকে নতুন করে ইউক্রেনের আরও দুই গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এর মধ্যে ২ বছর আগে উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে রুশ সেনারা যেখানে পিছু হটেছিল সেখানকার একটি গ্রামও রয়েছে। গতকাল বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। সেনাসংখ্যা ও সামরিক রসদের সুবিধা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে রণাঙ্গনে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া। বিপরীতে পশ্চিমা সামরিক সহায়তার জন্য কিয়েভকে অপেক্ষা করতে হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তাদের আশঙ্কা, দেশটির সামরিক বাহিনীতে গোলাবারুদের ঘাটতির সুযোগ নিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় নতুন করে আক্রমণ চালাতে পারে রুশ বাহিনী। গত মাসেই মস্কোর কাছে তিনটি গ্রাম হারানোর কথা স্বীকার করেন ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ ওলেকজান্দর সিরস্কি।