ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাপুয়া নিউ গিনিতে ভূমিধস

চাপা পড়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ

চাপা পড়েছেন ৩০০ জনেরও বেশি মানুষ

উত্তর পাপুয়া নিউ গিনির (পিএনজি) উত্তরাঞ্চলে একটি বিশাল ভূমিধসে ৩০০ জনেরও বেশি লোক চাপা পড়েছেন। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে রাজধানী পোর্ট মোরেসবির ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এ ভূমিধস আঘাত হানে। ভূমিধসের পর তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা শনিবার সিএনএনকে জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধার কর্মীরা বলেছেন, চারটি ফুটবল মাঠের আকৃতির পরিমাণ ভূমি ধসে পড়েছে। এঙ্গা প্রদেশের প্রাদেশিক প্রশাসক স্যান্ডিস সাকা সিএনএনকে বলেছেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আমরা আশঙ্কা করছি নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে। পাপুয়া নিউ গিনি রেড ক্রস সোসাইটির তত্ত্বাবধায়ক এবং জাতীয় কোষাধ্যক্ষ জ্যানেট ফিলেমন আগে সিএনএনকে জানান, ১০০ জনেরও বেশি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার সাকা বলেছেন, ভূমিধসে প্রায় ৩ হাজার ৯০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত