বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ভারতে যান

প্রকাশ : ২৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সারা পৃথিবীতেই কাজের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যাতায়াত করে। তবে ভারতে এ বিষয়ে সম্প্রতি একটি চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এসেছে। এক রিপোর্টে দেখা গেছে, বিভিন্ন কারণে ভারত থেকে যারা অন্য দেশে যাচ্ছেন, তাদের অধিকাংশই পুরুষ। কিন্তু অন্য দেশ থেকে ভারতে যারা যাচ্ছেন, তাদের অধিকাংশই নারী! ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট-২০২৪ এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে বিভিন্ন দেশ থেকে ভারতে যারা গেছেন, তাদের প্রায় ৬০ ভাগই নারী। যদিও এত বিপুল সংখ্যক নারী ভারতের কোথায় এবং কী কারণে গেছেন তা রিপোর্টে স্পষ্ট নয়। প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নারীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। রিপোর্টে বলা হয়েছে, শুধু ভারত নয়, ইউরোপ, উত্তর আমেরিকার দেশগুলোতেও অভিবাসীদের মধ্যে অধিকাংশই নারী। তবে ভারত ছেড়ে যারা অন্য দেশে গিয়ে অস্থায়ী হয়েছেন তাদের ৬৭ শতাংশই পুরুষ। জানা গেছে, কাজের সন্ধানেই বিদেশে পাড়ি দিচ্ছেন ভারতের বাসিন্দারা। সবচেয়ে বেশি যে দুটি দেশে ভারতীয়রা পাড়ি দিচ্ছেন, এর মধ্যে শীর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।