আরব বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা চীনের

প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ন্যায্যতা, ন্যায়বিচার, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তি অর্জনে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। এমনটাই জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বৃহস্পতিবার চীন সফররত আরব বিশ্বের দেশগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আরব স্টেটস কো-অপারেশন ফোরামের বৈঠকে তিউনিসিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলসহ বেশ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফোরামের বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, যাতে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি মডেল তৈরি করা যায়। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না।

চিরদিনের জন্য ন্যায়বিচার অনুপস্থিত থাকতে পারে না এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান অবশ্যই গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।