ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন রণতরী আইজেনহাওয়ারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা!

মার্কিন রণতরী আইজেনহাওয়ারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা!

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। গত শুক্রবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানান। খবর রয়টার্স। একটি টেলিভিশনে দেওয়া বিবৃতিতে সারি বলেছেন, মার্কিন ও ব্রিটিশের ছয়টি হামলায় ১৬ জন নিহত হয়েছেন এবং বেসামরিক নাগরিকসহ ৪১ জন আহত হয়েছেন। সারি জানান, হোদেইদাহ প্রদেশে হামলার ঘটনায় সালিফ বন্দর, আল-হক জেলার একটি রেডিও ভবন, গালিফা ক্যাম্প এবং দুটি বাড়ি লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনী বলেছে, গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথিদের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয় যেন হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচলে আর বিঘ্ন সৃষ্টি করতে না পারে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যৌথ অভিযানটি লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহতে তিনটি স্থানকে লক্ষ্য করে চালানো হয়েছে, যেখানে ড্রোন এবং সারফেস-টু-এয়ার অস্ত্র রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত