ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দক্ষিণে আরো ৬০০ ময়লাবাহী বেলুন পাঠাল উত্তর কোরিয়া

দক্ষিণে আরো ৬০০ ময়লাবাহী বেলুন পাঠাল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী আরও ৬০০ বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। গতকাল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, সিউলকে বিরক্ত করতেই এমন পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জয়েন্ট চিফস অব স্টাফ আরও বলেছেন, রাজধানীজুড়ে গত শনিবার রাত ৮টা থেকে গতকাল রোববার সকাল ১০টা পর্যন্ত ময়লার ব্যাগ বহনকারী এসব বেলুন পাওয়া গেছে। ময়লার ব্যাগে সিগারেটের বাট, কাগজের বর্জ্য, কাপড় ও প্লাস্টিকের মতো আবর্জনা পাওয়া গেছে। বেলুনের নিচে এসব ময়লা ভর্তি ব্যাগ বাধা ছিল। এরই মধ্যে দেশটির গিয়াংসাং ও গ্যাংওয়ান প্রদেশ এবং সিউলের কিছু অংশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসব বেলুনের সংস্পর্শে না আসতে জনগণকে সতর্ক করা হয়েছে। বেলুন দেখামাত্র পুলিশকে জানানোর অনুরোধও করা হয়েছে। সিউল জানিয়েছে, বেলুনগুলোর সূচনা পয়েন্ট পর্যবেক্ষণ করছে তাদের সামরিক বাহিনী। এছাড়া বেলুনগুলোর গতিবিধি ও এগুলো সংগ্রহে বায়বীয় পুনরুদ্ধার কাজও চলছে। গত বুধবারও দক্ষিণের সীমান্তজুড়ে ময়লা ও মলমূত্র বহনকারী শত শত বেলুন পাঠিয়েছিল উত্তর কোরিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত