ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রিন্সেস ডায়ানার লেখা চিঠি নিলামে

প্রিন্সেস ডায়ানার লেখা চিঠি নিলামে

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর পেরিয়ে গেছে ২৬ বছরেরও বেশি সময়। কিন্তু আজও ‘পিপলস প্রিন্সেস’ বা জনগণের রাজকুমারী ডায়ানাকে ঘিরে আগ্রহের কমতি নেই। এখনো তার ব্যবহৃত পোশাক, অলংকার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নিলামে চড়া দামে বিক্রি হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রিন্সেস ডায়ানার লেখা কয়েকটি চিঠি ও পোস্টকার্ড নিলামে উঠছে।

গৃহকর্মী মড পেন্ড্রেকে লেখা এসব চিঠি ও পোস্টকার্ড আগামী ২৭ জুন নিলামে তোলা হবে। দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮১ সালে ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিন্সেস অব ওয়েলসের সঙ্গে পেন্ড্রের চিঠি আদান-প্রদান হতো। ১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ডায়ানার দেওয়া ১৪টি চিঠি এবং বড়দিন ও নববর্ষের কার্ড নিলামে তোলা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত