ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইসরায়েলি চিকিৎসকদের দেশত্যাগের হুমকি

ইসরায়েলি চিকিৎসকদের দেশত্যাগের হুমকি

ফিলিস্তিন-ইসরায়েলে দীর্ঘ আট মাস ধরে চলা যুদ্ধ বন্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরব হয়ে উঠেছে মুক্তিকামী নাগরিকরা।

গাজায় হামাসের হাতে ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে খোদ ইসরায়েলি নাগরিকরাও। এরই মধ্যে অভিনব এক দাবিতে ইসরায়েল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা। বলা হচ্ছে- এ ঘোষণা শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই তৈরি করবে না বরং ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে। এমনকি এসব ইহুদিরা ইসরায়েল রাষ্ট্রেরও বিরোধী। হারেদি গোষ্ঠীর অনুসারীরা মনে করেন, যত দিন না মসিহ আসছেন তত দিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই। ইসরায়েলি চিকিৎসকদের দেশ ছেড়ে যাওয়ার হুমকি মূলত ইহুদি ধর্মের কট্টরপন্থি অংশের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে থাকা একটি আইনকে কেন্দ্র করে। ইসরায়েলের আইন অনুসারে প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে হলেও এ আইনের আওতায় আসেন না হারেদি ইহুদিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত