মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে মিয়ানমারে গ্রেপ্তার অভিযান

প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে জান্তা সরকার। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী এবং দেশের বাইরে সম্পত্তি ক্রয়-বিক্রয়ের এজেন্ট। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে মিয়ানমারের মুদ্রা কিয়াতের রেকর্ড দরপতন হয়। দেশটির পাঁচজন বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কালোবাজারে প্রতি ডলারের মূল্য ৪ হাজার ৫০০ কিয়াতে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার অস্থিতিশীল করার অভিযোগে ১৪ জন এবং অবৈধভাবে থাইল্যান্ডে কন্ডোমিনিয়াম ইউনিট বিক্রির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট করে দেয়া মান অনুযায়ী এখন প্রতি ডলারের মূল্য ২ হাজার ১০০ কিয়াত। কিন্তু কয়েক বছর ধরেই মিয়ানমারের কালোবাজারে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত হারের চেয়ে অনেক উচ্চমূল্যে ডলার বিক্রি হচ্ছে। দেশটির সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গত মঙ্গলবার বলেছে, ‘সরকার দেশের স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। নিরাপত্তা সংস্থাগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করার জল্পনা-কল্পনায় লিপ্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ সংবাদপত্রটির গত সোমবারের এক প্রতিবেদনে জানানো হয়, সোনার দাম অস্থিতিশীল করে তোলার অভিযোগে আরো ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নোবেল পুরস্কার জয়ী অং সান সু চি’র নেতৃত্বধীন নির্বাচিত সরকারকে অস্ত্রের মুখে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তারপর থেকে মিয়ানমারে রাজনৈতিক ও অর্থনৈতিভাবে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।