ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানবদেহে বার্ড ফ্লু’র নতুন ধরন

প্রথমবার আক্রান্ত ব্যক্তির মৃত্যু
মানবদেহে বার্ড ফ্লু’র নতুন ধরন

মেক্সিকোতে ভয়ংকর রূপ দেখাল বার্ড ফ্লু ভাইরাসের নতুন ধরন। ‘এইচ৫এন২’ নামে ধরনটিতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্বে প্রথমবারের মতো মানুষের দেহে ধরনটি শনাক্ত হয় এবং আক্রান্ত ব্যক্তি মারা গেলেন। গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ এপ্রিল ৫৯ বছর বয়সি ওই ব্যক্তি মারা যান। তার জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি বমি ভাবের লক্ষণ ছিল। তার অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে। এতে তিন সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। মারা যাওয়া ব্যক্তি আগে থেকে অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি করেছে। তারা বলছে, ওই ব্যক্তি কিডনি রোগ, টাইপ-২ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আরেকটি তথ্য সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। ওই ব্যক্তির সরাসরি খামার বা অন্য প্রাণীর সংস্পর্শে আসার ইতিহাস নেই। এতে ভাইরাসের উৎস খোঁজা আরও জটিল হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ তার বাড়ির আশপাশের খামার নজরদারিতে রেখেছে। ওই এলাকার গবাদিপশু-পাখি এবং মানুষের মধ্যে ভাইরাসটির উপস্থিতি আছে কি না তা যাচাইয়ের চেষ্টা চলছে। এর আগেও মেক্সিকোর খামারগুলোতে ‘এইচ৫এন২’ ধরনের সংক্রমণ দেখা গেছে। তবে কোনো মানুষের এতে আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। এদিকে কিছুটা স্বস্তির খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, মানুষের কাছ থেকে অন্য মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম। তবু সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত