ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেন এরইমধ্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা শুরু করেছে বলে যুক্তরাষ্ট্রের একজন সিনেটর ও এক পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি। তবে, কোন ধরনের মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং তা রাশিয়ার কোন কোন অঞ্চলে আঘাত হেনেছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন গত ৩১ মে বলেছেন, বাইডেন প্রশাসন মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমোদন দিয়েছে। তবে এসব অস্ত্র দিয়ে প্রাথমিকভাবে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ অঞ্চল খারকোভে হামলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। ভবিষ্যতে এ অঞ্চলের বাইরেও হামলার অনুমোদন দেয়া হবে কি না তা পরিষ্কার করেননি ব্লিঙ্কেন। একই দিনে গত ৩১ মে জার্মানির মন্ত্রিসভাও তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার খারকোভ অঞ্চলে হামলার অনুমোদন দেয়। সম্প্রতি, ইউক্রেনে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় নাই বলেও জার্মান চ্যন্সেলর দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত