ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রকাশ্যে হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী

প্রকাশ্যে হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন গত শুক্রবার কোপেনহেগেনের একটি পাবলিক স্কয়ারে হামলার শিকার হয়েছেন। পুলিশ একজন পুরুষ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফ্রেডিরিকসেন গুরুতর আহত হননি বলে জানা গেছে। ডেনমার্কের রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত কুলতোরভেত স্কয়ারে এ হামলা চালানো হয়। মিতে ফ্রেডিরিকসেন তার দলের প্রধান ইউরোপীয় নির্বাচনি প্রার্থী ক্রিস্টেল শালডেমোসের সঙ্গে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। পরিবেশমন্ত্রী ম্যাগনাস হিউনিকে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে লিখেছেন, ‘মিতে ফ্রেডিরিকসেনকে আজ কোপেনহেগেনের কুলটোরভেটে এক ব্যক্তি লাঞ্ছিত ও মারধর করেছেন। এই আক্রমণে স্বভাবতই হতবাক মিতে। আমি অবশ্যই বলব যে, এটি আমাদের সবাইকে নাড়া দিয়েছে’। মিতে ফ্রেডিরিকসেনের কার্যালয় থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এ ঘটনায় মর্মাহত। তবে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ডেনমার্কের সংবাদপত্রকে জানিয়েছে, প্রধানমন্ত্রী গুরুতর আহত হননি, তবে তিনি ‘খুবই কাঁপছেন’। ডিআর নিউজের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত