ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৌদ্ধ মঠে মিয়ানমার জান্তার বিমান হামলা

হামলায় তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১৩ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন
বৌদ্ধ মঠে মিয়ানমার জান্তার বিমান হামলা

মিয়ানমারের সাগাইং টাউনশিপে একটি বৌদ্ধ মঠে বিমান হামলা চালিয়েছে সামরিক সরকার। গত শনিবার এই হামলা চালানো হয় বলে স্থানীয়রা দাবি করেছেন। হামলায় তিন বৌদ্ধ ভিক্ষুসহ ১৩ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে। থাবিয়ায় থার নামের গ্রামে এই বৌদ্ধ মঠটি অবস্থিত। গ্রামটির বাসিন্দারা বলেছেন, পিপল’স ডিফেন্স টিম, পিপল’স অ্যাডমিনিস্ট্রেশন ও পিপল’স সিকিউরিটি টিম সেখানে বৈঠক করার সময় মঠে বোমা ফেলা হয়েছে। গত রোববার এক বাসিন্দা বলেছেন, তারা প্রায় ৫০০ পাউন্ডের তিনটি বোমা ফেলেছে। কয়েকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে মঠে আসা প্রবীণরাও রয়েছেন। আরও অনেকে আহত হয়েছেন। আমাদের কাছে থাকা সাধারণ ওষুধ দিয়ে তাদের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছি। স্থানীয়রা নিশ্চিত করেছেন, গ্রামের চার বাসিন্দা হামলায় নিহত হয়েছেন। অপর হতাহতরা পাশের গ্রাম ও প্রতিরোধ গোষ্ঠীর। অপর এক বাসিন্দা ইরাবতীকে বলেছেন, নিহতদের মধ্যে মঠের কর্তা, পঙ্গু উপাসক এবং মঠে আশ্রয় নেওয়া এক ব্যক্তি ও তার দুই ছেলে রয়েছেন। পাশের গ্রামের নিহতদের আমরা এখনো শনাক্ত করতে পারিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত