ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হজের মধ্যে থাকবে তীব্র গরম

সৌদি আরবের সতর্ক
হজের মধ্যে থাকবে তীব্র গরম

চলতি হজ মৌসুমে তীব্র তাপমাত্রা বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজ যাত্রীদের সতর্ক করেছে তারা।

গতকাল মঙ্গলবার সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল আলি বলেছেন, উচ্চ তাপমাত্রা এ বছরের হজ মৌসুমে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

হজ যাত্রীদের গরম থেকে সুরক্ষিত থাকতে তিনি মন্ত্রণালয় নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। গরমের ক্লান্তি এড়াতে ছাতা ব্যবহার, বেশি বেশি পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত