নির্বাসিত ছয় গণতন্ত্রপন্থির পাসপোর্ট বাতিল করল হংকং

প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যুক্তরাজ্যে নির্বাসনে থাকা গণতন্ত্রপন্থি ছয় নাগরিকের পাসপোর্ট বাতিল করেছে হংকং। দেশটির অভ্যন্তরীণ নতুন নিরাপত্তা আইন অনুসারে এই পদক্ষেপ নিয়েছে সরকার। এই ছয়জনকে ‘পলাতক অপরাধী’ হিসেবেও অভিহিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। হংকং সরকার বলেছে যে, পলাতক এই ছয়জনের ভ্রমণ নথি বাতিল করার পাশাপাশি হংকংয়ে সোনা এবং যে কোনো ব্যবসায়িক লেনদেন থেকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার হংকংয়ের একজন সরকারি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘এই পলাতক অপরাধীরা যুক্তরাজ্যে লুকিয়ে আছে এবং তারা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ডে নির্লজ্জভাবে জড়িত।’