চেচনিয়ায় প্রচণ্ড প্রভাবশালী রমজান কাদিরভ

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চেচনিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। প্রজাতন্ত্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের করা হচ্ছে রদবদল। বিভিন্ন স্থানে গণঅপহরণের ঘটনায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। তবে রমজান কাদিরভ প্রজাতন্ত্রে তার কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রেখেছেন, যা তার শক্তিমত্তাকে নির্দেশ করে। চলতি বছর ৬ মে চেচেনবিরোধী ব্লগার তুমসো আব্দুরাখমানভ একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে গ্রোজনিতে এক ব্যক্তি রমজান কাদিরভের ১৬ বছর বয়সি ছেলে আদম কাদিরভের প্রতীক সম্বলিত একটি গাড়িতে আগুন দিচ্ছে এবং রমজান কাদিরভের শাসনের প্রতিবাদ জানাচ্ছে। চেচেন কর্তৃপক্ষ প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিবাদকারী ওই অপরাধীকে খুঁজতে শুরু করে। খবর মস্কো টাইমসের। অগ্নিসংযোগের ঘটনায় স্টারে আতাগি ও শালি থেকে প্রায় ৯০ জনকে ইতোমধ্যে অপহরণ করা হয়েছে। অনেক ভুক্তভোগীকে এরই মধ্যে ছেড়ে দেয়া হলেও অনেককেই অজ্ঞাত স্থানে হেফাজতে রেখেছে কর্তৃপক্ষ। অপহৃতদের মধ্যে আব্দুলাখ মাগোমাদভ নামে একজনকে নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। আরেক একজনের মৃত্যুও অপহরণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে রমজান কাদিরভের সমালোচকরা। কর্তৃপক্ষ সন্দেহভাজনদের আত্মীয়স্বজনদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এ কৌশলের উদ্দেশ্য হলো ভবিষ্যতে কেউ যেন এমন প্রতিবাদের সাহস আর না দেখায়। রমজান কাদিরভবিরোধী আন্দোলন ১-এডিএটির তথ্যানুসারে ২০২৪ সালের মে মাসে সবচেয়ে বেশি মানুষকে চেচনিয়ায় ক্ষমতাসীন বাহিনী তুলে নিয়ে গেছে। অনেক সমালোচক বলেছেন, চেচনিয়ার শাসক দল যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা তাদের দুর্বলতারই বহিঃপ্রকাশ। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় স্থিতিশীলতার কথা চিন্তা করা হয়। এ অবস্থায় শাসকরা বল প্রয়োগকে বৈধ বলে মনে করে। সুতরাং, এমন ধারণা থেকেই কর্তৃপক্ষ যে কোনো বিক্ষোভের উপর ক্র্যাকডাউন ও গুলি চালাচ্ছে, যা তাদের শাসন ক্ষমতার নিয়ন্ত্রণে দুর্বলতারই ইঙ্গিত দিচ্ছে।