অর্থনৈতিক সংস্কার প্রস্তাবের প্রতিবাদে আর্জেন্টিনায় বিক্ষোভ

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বুয়েনস আইরেসের রাজপথে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে (সংসদে) বিতর্ক চলার সময় বাইরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় কংগ্রেস ভবনের বাইরে দুটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। গত বুধবার নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা কংগ্রেস ভবনে ঢোকার চেষ্টা করলে মূল সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে জলকামানের পাশাপাশি কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ছুড়েছেন নিরাপত্তাকর্মীরা। অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা, কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম গুটিয়ে নিতে প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া, ন্যূনতম অবসরকালীন ভাতা পাওয়ার সুযোগ সীমিত করা এবং রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাসহ কয়েক ডজন সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়াসহ অর্থনৈতিক সংকট উত্তরণে বেশকিছু সংস্কার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। এই বিল নিয়ে কংগ্রেসের ভেতরে সিনেটরদের মধ্যে তুমুল বিতর্কের পর মূল বিলটি বিরোধিরা প্রত্যাখ্যান করেন।