ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মারা গেলেন কানাডিয়ান অভিনেতা সাদারল্যান্ড

মারা গেলেন কানাডিয়ান অভিনেতা সাদারল্যান্ড

দীর্ঘদিন অসুস্থতার পর কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। দ্য হাঙ্গার গেমস, ডোন্ট লুক নাউসহ নানা সিনেমায় অভিনয় করেন তিনি। ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে অভিনেতা কিয়েফের সাদারল্যান্ড বিবিসিকে বলেন, দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলছি, আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সিনেমার ইতিহাসে আমার বাবা ছিলেন একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভালো-মন্দ যে কোনো ভূমিকায় তিনি সাহসী ছিলেন। কঠিন মুহূর্তেও তিনি ঘাবড়াতেন না। আমার বাবা যা ভালো মনে করতেন, তাই করতেন। তিনি না চাইলে তাকে কেউ কিছু করাতে চান না। তিনি তার জীবনকে খুব ভালোভাবে উপভোগ করে গেছেন। পঞ্চাশ বছরের বেশি সময়ের অভিনয় জীবনে প্রায় ২০০টি সিনেমায় অভিনয় করেন ডোনাল্ড। স্মৃতচারণ করতে গিয়ে অভিনেতা রব লো তার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, সেরা অভিনেতাদের একজন ছিলেন ডোনাল্ড সাদারল্যান্ড। তার সঙ্গে অভিনয় করা আমার জন্য ছিল অনেক সন্মানের। তার অভিনয় দক্ষতা কখনো ভুলবার নয়। ডোনাল্ড সাদারল্যান্ড কানাডার নিউ ব্রোনসিকে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে লন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট স্কুলে ভর্তি হওয়ার আগে ডোনাল্ড রেডিওতে নিউজ প্রেসেন্টার হিসেবে কাজ করেন। এরপর তিনি ব্রিটিশ চলচিত্র ও টেলিভিশনে ছোট ভূমিকায় অভিনয় করেন। ১৯৬৭ সালে তিনি যুদ্ধ নিয়ে সিনেমা দ্য ডার্টি জোনে অভিনয় করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত