মস্কোর অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আট

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাজধানী থেকেও প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোর অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জরুরি সেবা কর্মকর্তারা বলেছেন, অগ্নিকাণ্ডের পর সেখান থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামে একটি পোস্টে আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ বলেছেন, আগুনে ভবনে সংরক্ষিত অক্সিজেন ট্যাঙ্কগুলো বিস্ফোরিত হয়েছে, যার ফলে কিছু ছাদ ধসে পড়েছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন আরো দুইজন। আন্দ্রে ভোরোবিওভ আরো বলেন, ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সি এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেয়া হচ্ছে। জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে ১৩০ জনের বেশি দমকল কর্মী ও দুটি হেলিকপ্টার কাজ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটি কী কাজে ব্যবহৃত হতো, তা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।