গাজায় বিমান হামলায় এবার হানিয়ার বোনসহ নিহত ২৪

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আল-শাতি ক্যাম্পে হামলায় হামাস প্রধান হানিয়ার বোনসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া গতকাল মঙ্গলবার গাজা শহরের আল-দারাজ এলাকার আবদেল-ফানাহ হামমুদ স্কুলগুলোতে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। পৃথক এই হামলাগুলোতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। তবে হামলায় হামাস প্রধান হানিয়ার কোন বোন নিহত হয়েছে তা জানা যায়নি। এ বছরের শুরুর দিকে ইসরায়েলি পুলিশ হানিয়ার এক বোনকে গ্রেপ্তার করে।

তিনি তেল শেভায় বসবাসরত ইসরায়েলি নাগরিক। হামাস নেতার তিন বোন দক্ষিণাঞ্চলীয় শহরটিতে বাস করেন। ওই বছরের শেষের দিকে হানিয়া ইসরায়েলকে অনুরোধ করেন, তার বোনদের গাজায় তার ছেলের বিয়েতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু ইসরায়েল সেটা প্রত্যাখ্যান করে। আজকের হামলায় হানিয়ার কোন বোন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত এপ্রিলে হানিয়ার তিন ছেলেকে হত্যা করে ইসরায়েল। হামাসের ভাষ্য মতে, তার চার নাতি-নাতনিও (তিন মেয়ে ও এক ছেলে) নিহত হয়। ওই সময় কাতারভিত্তিক এই রাজনৈতিক নেতা আলজাজিরাকে বলেন, ‘তাদের শাহাদাতের সম্মান দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।’ গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা ৩৭ হাজার ৬২৬ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য ন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ২৮ জন নিহত এবং আরো ৬৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।