ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুদ্ধের জন্য প্রস্তুত লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা

যুদ্ধের জন্য প্রস্তুত লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা

লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য তারা প্রস্তুত। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন-হিসবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে তারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। বৈরুতে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা বলেন, আমরা ইসরায়েলিদের কর্মকাণ্ড খুব নিবিড়ভাবে পর্ববেক্ষণ করছি। লেবাননের সঙ্গে যুদ্ধ বাঁধলে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়ব যুদ্ধ ময়দানে। গাজায় হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সহমর্মীতা জানাতে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। সম্প্রতি হামলার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে লেবাননের এ সশস্ত্র সংগঠনটি। গাজায় ইসরায়েল রীতিমতো গণহত্যা চালাচ্ছে, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বর্বরতায়। হিজবুল্লাহ ঘোষণা করেছে, ইসরায়েল যদি লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ালে ইহুদিবাদী দেশটিকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। বৈরুতে অবস্থিত শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমরা ইসরায়েলি বর্বর সেনাবাহিনীকে মোটেও ভয় পাই না। যুদ্ধ বাঁধলে আমরা হিজবুল্লাহকে সহায়তা করতে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ব। এদিকে ইরান বলেছে, লেবানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রোপাগান্ডা ও স্নায়ুযুদ্ধ হিসেবেই বিবেচনা করছে। লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা দেখা দেয়ায়- জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত