দক্ষিণপন্থিদের হারাতে নতুন কৌশল ফ্রান্সের

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে প্রথম পর্বের নির্বাচনে ৩১.৪ শতাংশ ভোট পেয়ে শক্তিশালী জায়গায় অতি দক্ষিণপন্থি দল আরএন। এই পরিস্থিতিতে আগামী রোববার সেখানে দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোট হবে। এই ভোটই নিশ্চিত করবে পার্লামেন্টে কারা ক্ষমতায় আসবে। এই পরিস্থিতিতে অতি দক্ষিণপন্থিদের হারাতে জোটবদ্ধ হচ্ছে ফ্রান্সের বিরোধী শক্তি। বামপন্থি ও মধ্যপন্থি দলগুলো একত্র হয়ে অঘোষিতভাবে একটি রিপাবলিকান জোট তৈরি করেছে। সেই জোটকে শক্তিশালী করতে ও ভোট সংঘবদ্ধ করতে প্রায় ২০০ প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা চান, দক্ষিণপন্থীবিরোধী ভোট একই জায়গায় যাক। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যপন্থি দল ও বামপন্থিরা একত্রভাবে ৩৩ শতাংশ ভোট পেয়েছে প্রথম পর্বে। তাদের আশা দ্বিতীয় পর্বে এর চেয়েও বেশি ভোট পেয়ে তারা পার্লামেন্টে নিম্নকক্ষের ক্ষমতা নিজেদের হাতে রাখতে পারবে।

এখনো পর্যন্ত ২১০ জন ম্যাখোঁপন্থি ও বামপন্থি প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা ভোট সংঘবদ্ধ করার জন্যই এই কৌশল নিয়েছেন বলে জানিয়েছেন। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে আসন সংখ্যা ৫৭৭। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৮৯টি আসন। প্রথম পর্বের ভোটের পর বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার ধারেকাছে আছে দক্ষিণপন্থি আরএন।