ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাইজারে সামরিক অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত

নাইজারে সামরিক অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত

বুরকিনা ফাঁসো সীমান্তে সামরিক বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার জবাবে আকাশ ও স্থলপথে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। গত বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী বলেছে, সামরিক এই অভিযানে ১০০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন। নাইজারের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ জুন সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট পশ্চিম নাইজারের তেরা অঞ্চলে ২০ সৈন্য ও এক বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এই হামলার প্রতিশোধে সেখানে সামরিক অভিযান চালিয়ে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী এই অভিযান এখনো চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর আগের এক বিবৃতিতে নাইজারের সেনাবাহিনী বলেছে, তেরায় সৈন্যদের ওপর হামলার পরের দিন ওই অঞ্চলে অন্তত ৩০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত