কিয়েভ ও মস্কোর পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী এবার বেইজিংয়ে

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং রাশিয়ার রাজধানী মস্কো সফরের পর বেইজিংয়ে তার এই সফর বেশ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান নিজে বলেছেন, শান্তি আলোচনার জন্যই বেইজিং গেছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘তৃতীয় পিস মিশন’ বা শান্তি আলোচনার জন্য চীন সফর করছেন তিনি। এর আগে প্রথমে কিয়েভ এবং পরে মস্কো সফর করেন ওরবান। গত সোমবার সকালে বেইজিং বিমানবন্দরে নেমেই একটি পোস্ট করেছেন ওরবান। সেখানেই এই শান্তি আলোচনার কথা তিনি লিখেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হুয়া চিউনিং। সোমবারই তার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে একাধিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। মস্কো-কিয়েভে অভিযান চালানোর পর রাশিয়া এবং চীনের সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে কৌশলগত জোট হয়েছে।