ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পৃথক হামলায় পাকিস্তানে পাঁচ সেনাসহ নিহত ১০

পৃথক হামলায় পাকিস্তানে পাঁচ সেনাসহ নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের তিন জেলায় পৃথক তিনটি হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য ও তিন শিশুসহ মোট ১০ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার লাক্কি মারওয়াত, উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এসব হামলার ঘটনা ঘটে। খবর দ্য ডনের। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনীর ২৪ বছর বয়সি এক ক্যাপ্টেন নিহত হন। এ সময় দুই জঙ্গিও নিহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। জঙ্গি হামলায় সেনাবাহিনীর এক তরুণ কর্মকর্তা নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের আরেকটি বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। অপর হামলার ঘটনাটি ঘটেছে লাক্কি মারওয়াত জেলায়। এখানে এক পুলিশ কর্মকর্তার গাড়িতে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, তখন সিন্ধু মহাসড়কের কুররাম সেতুর কাছে অজ্ঞাত হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ওই পুলিশ কর্মকর্তাসহ পরিবাররটি চার সদস্য নিহত হন। এক কর্মকর্তা জানিয়েছেন, ওই গাড়িতে থাকা দুই নারী বেঁচে গেছেন, তাদের শরীরে কোনো আঘাত লাগেনি। তারা চিকিৎসার জন্য টিটারখেল থেকে পেশোয়ার যাচ্ছিলেন। ওই হামলাকারীরা হঠাৎ গাড়ির সামনে এসে তাদের লক্ষ্য করে নির্বিচার গুলিবর্ষণ করে। এতে হেড কনস্টেবল শহিদুল্লাহ (৩৭) ও তার ৮ থেকে ১২ বছর বয়সি তিন ভাগিনা গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে তাদের সবার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত