ক্রমাগত রুশ হামলায় শোকার্ত ইউক্রেন, নিহত ৪১

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত কয়েক মাসে ইউক্রেনের ভূখণ্ডে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে গোটা ইউক্রেনে শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার ইউক্রেনের একটি শিশু হাসপাতালসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায় রুশ বাহিনী। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬৬ জন। ইউক্রেনজুড়ে চালানো এই হামলা সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এছাড়া সোমবার রাজধানীর বিভিন্ন এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেনের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র ওহমাটডিট চিলড্রেনস হাসপাতালের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালটির ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার তৎপরতা গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। তবে এই হামলার দায় স্বীকার করেনি রাশিয়া। দেশটির দাবি কিয়েভের যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ভবনটি ধ্বংস হয়েছে। অন্যদিকে ইউক্রেন বলেছে যে, তারা একটি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন। এছাড়া তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘রক্তাক্ত অপরাধী’ হিসেবে বর্ণনা করেছেন।