ইউরোপের রাজধানীগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিল রাশিয়া

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপীয় রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে সতর্ক করেছে রাশিয়া। গত শনিবার এই সতর্কবার্তা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের সময় জার্মানিতে টমাহক ক্ষেপণাস্ত্রসহ দূরপাল্লার অস্ত্র স্থাপন করার কথা বলেছিল হোয়াইট হাউজ।

এরই প্রতিক্রিয়ায় এমন সতর্কবার্তা দিল রাশিয়া। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া একটি সাক্ষাৎকারে পেসকভ একটি ‘প্যারাডক্স’-এর কথা বলেছেন, যেখানে ‘ইউরোপ আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু আর আমাদের দেশ ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে।’ তিনি বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলো ধারণ করার যথেষ্ট ক্ষমতা আমাদের আছে। তবে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত হবে এই দেশগুলোর রাজধানী।’ পেসকভ ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এই ধরনের সংঘর্ষ পুরো ইউরোপকে দুর্বল করে দিতে পারে। যেমনটা সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে শেষ হয়েছিল শীতল যুদ্ধ। তিনি বলেছিলেন, ইউরোপ ভঙ্গুর হয়ে যাচ্ছে। ইউরোপ তার সেরা সময়টাতে নেই। অন্যভাবে বলতে গেলে, ইতিহাসের পুনরাবৃত্তি অনিবার্য। গত বুধবার একটি ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় হোয়াইট হাউজ ঘোষণা করেছে, ২০২৬ সাল থেকে তারা জার্মানিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ পর্যায়ক্রমে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করবে।