ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চীনকে নিয়ে রাশিয়ার নৌমহড়া

চীনকে নিয়ে রাশিয়ার নৌমহড়া

দক্ষিণ চীন সাগরে রাশিয়ার সঙ্গে নিয়ে নৌমহড়া চালাচ্ছে চীন। গত শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে আরো বলা হয়, আঞ্চলীক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে চীন। খবর আনাদোলুর।

পারমানবিক শক্তিধর দুই দেশের এই নৌমহড়া ১৫ জুলাই পর্যন্ত চলবে বলেও জানানো হয় বিবৃতিতে। কিন্তু এতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছে জাপান। জাপান বলছে, আমাদের সীমার পাশে এই যৌথ মহড়া আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি।

রাশিয়া বলেছে, এটা দুই দেশের বার্ষিক নৌমহড়া। প্রতিবছরই চীনের সঙ্গে এ ধরনের মহড়া চালিয়ে আসছে রুশ নৌবাহিনী। এ বছর চীনের ঝাংজিয়ান প্রদেশের পাশে দক্ষিণ চীন সাগরে চীন-রাশিয়ার ওই নৌমহড়া চলছে। এ অঞ্চলে সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনা বেড়ে যাওয়ায় রাশিয়াকে নিয়ে চীনের এ মহড়া বেশ আলোচিত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত