দুই বছরে ৪২ নারীকে হত্যা দুর্ধর্ষ সিরিয়াল কিলার আটক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

দুই বছরে ৪২ জন নারীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আফ্রিকার দেশ কেনিয়ার পুলিশ। সম্প্রতি একটি আবর্জনা ফেলার স্থান থেকে অন্তত ৯ জন নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের পর কলিন্স জোমাইসি খালিসিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিবিসি জানায়, ৩৩ বছর বয়সি সিরিয়াল কিলার খালিসিয়া ২০২২ সাল থেকে এ পর্যন্ত ৪২ জন নারীকে হত্যা করেছে বলে জানিয়েছে। এর মধ্যে তার স্ত্রীও রয়েছে। গত সোমবার ভোরে স্পেন বনাম ইংল্যান্ডের ইউরো ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় খালিসিয়াকে কেনিয়ার একটি বার থেকে আটক করা হয়। সিরিয়াল কিলার খালিসিয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন, স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই তার এই মিশন শুরু হয়েছিল। স্ত্রীকে তিনি শ্বাসরোধে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করেছিলেন। বেশিরভাগ নারীকে তিনি একই উপায়ে হত্যা করেছেন। কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তরের প্রধান মোহাম্মদ আমিন জানিয়েছেন, খালিসিয়ার বাড়ি থেকে ১০টি ফোন, একটি ল্যাপটপ, একটি ছুরি, আইডি কার্ড এবং নারীদের পোশাকসহ গুরুত্বপূর্ণ অসংখ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। এদিকে এক ব্যক্তির হাতে এত নারীর প্রাণ হারানোর ঘটনায় সমস্যাজর্জরিত আফ্রিকার দেশটিতে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। এত নারীর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা রাস্তায় নেমে আসেন। কিন্তু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।