ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অলিম্পিকের পর নতুন প্রধানমন্ত্রীর নাম জানাবেন ম্যাঁক্রো

অলিম্পিকের পর নতুন প্রধানমন্ত্রীর নাম জানাবেন ম্যাঁক্রো

প্যারিস অলিম্পিকের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। অলিম্পিক যতদিন চলবে, ততদিন কেয়ারটেকার সরকারই কাজ চালাবে। স্থানীয় সংবাদমাধ্যমকে ম্যাঁক্রো বলেছেন, অলিম্পিক শেষ হওয়ার পর আমার দায়িত্ব প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা। তারপর সরকারের গঠনের কাজটা তার উপর ছেড়ে দেয়া। আমি বৃহত্তর জোট চাই। এদিকে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া বামপন্থি দল নিউ পপুলার ফ্রন্ট (এনপিএফ) জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে তারা লুসি ক্যাসটেটকে চান। এই বিষয়ে ম্যাঁক্রোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নামটা আসল বিষয় নয়। আসল বিষয় হলো, ন্যাশনাল অ্যাসম্বেলিতে কোন সংখ্যাগরিষ্ঠ জোট তৈরি হয়, সেটা। ম্যাঁক্রো বলেছেন, অগাস্টের মাঝামাঝি পর্যন্ত কোনো কিছু করা যাবে না। কারণ তখন প্যারিস অলিম্পিক চলবে। এই অলিম্পিক করাটা নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিক থেকে ফ্রান্সের কাছে বড় চ্যালেঞ্জ। আগাম নির্বাচনের পর থেকে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত