আলাস্কার কাছে চীন ও রাশিয়ার প্রথম যৌথ টহল

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের কাছে টহল দিয়েছে রাশিয়া ও চীনের পরমাণু বোমা বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান। গত বুধবার উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিকের মার্কিন এই রাজ্যের কাছে বেরিং সাগরে এই টহল দিয়েছে দেশ দুটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুকচি, বেরিং সাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরের উপরে দেয়া এই টহলে রুশ কৌশলগত বোমারু বিমান টিইউ-৯৫এমএস বিয়ার এবং চীনা কৌশলগত বোমারু বিমান জিয়ান এইচণ্ড৬ অংশগ্রহণ করেছে। যৌথ এই সামরিক টহল নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এ যৌথ টহল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা ও সমন্বয়কে আরো গভীর করেছে। দুই দেশ অতীতে বেশ কয়েকটি যৌথ টহল চালিয়েছে। এছাড়া রাশিয়া নিয়মিত বেরিং সাগরের উপর দিয়ে তার বোমারু বিমান চালায়। আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি ঘটনাটিকে ‘আমাদের প্রতিপক্ষের অভূতপূর্ব উসকানি’ হিসাবে বর্ণনা করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। এরপর থেকেই চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা আরো বেড়েছে।