রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি তদন্ত (আইসি) সংস্থা। দেশটির ফেডারেল তদন্ত সংস্থা সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলা দায়েরের পরই তাকে গ্রেপ্তার করা হয়। খবর রুশ বার্তা সংস্থা তাসের। দুর্নীতির অভিযোগে দিমিত্রি বুলগাকভের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করে আইসি। গ্রেপ্তারের পর তাকে মস্কোর বাতিরস্কায়া কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আইসির মুখপাত্র এসভেতলানা পেতরেনকা এক বিবৃতিতে জানান, সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দুর্নীতিবিরোধী তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করবে। ৬৯ বছর বয়সি দিমিত্রি বুলগাকভ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।