ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিল্লির তিহার জেলে ১২৫ বন্দি এইচআইভি আক্রান্ত!

দিল্লির তিহার জেলে ১২৫ বন্দি এইচআইভি আক্রান্ত!

দিল্লির তিহার জেলের সাড়ে ১০ হাজার বন্দির সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রিপোর্ট হাতে আসতেই চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসে। এতে বলা হয়, ১২৫ জন বন্দি এইচআইভি (এইডস) ভাইরাসে আক্রান্ত। খবর আনন্দবাজার পত্রিকার। এই খবর বেরুনোর পরই শোরগোল পড়ে যায়। কেননা এই জেলেই বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের মতো ভিভিআইপিরা। তিহার জেলের অন্তর্গত রোহিনী, মান্ডলিতে সব মিলিয়ে বন্দির সংখ্যা প্রায় ১৪ হাজার। তিহারের ডিজির দায়িত্বে রয়েছেন সতীশ গোলচা। দায়িত্ব নেয়ার পর তিনি মে ও জুন মাসে প্রায় সাড়ে ১০ হাজার বন্দি মেডিকেল টেস্টের ব্যবস্থা করেন। এইচআইভি টেস্টও করানো হয় অন্যান্য শারীরিক পরীক্ষার সঙ্গে। পরীক্ষার রিপোর্ট সামনে আসার পরই উদ্বেগ। দেখা যায় এইচআইভি আক্রান্ত ১২৫ জন বন্দি। কীভাবে জেলের এতজন বন্দি- এইচআইভি আক্রান্ত হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও কারণ এখনও স্পষ্ট নয়। তবে জেল কর্তৃপক্ষের দাবি, জেলের মধ্যে থাকাকালীন অবস্থায় কেউ এইচআইভি আক্রান্ত হননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত