জার্মানিতে অপ্রত্যাশিতভাবে বেড়েছে মুদ্রাস্ফীতি

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির জাতীয় সংখ্যাতত্ত্ব থেকে দেখা যাচ্ছে, জুলাই মাসে দেশটিতে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক তিন শতাংশ। গত মঙ্গলবার যে হিসাব দেয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে- এই মাসে মুদ্রাস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়েছে এর আগে অর্থনীতিবিদরা বলেছিলেন, জুলাইয়ে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতিকে বাগে আনা যায়নি। বরং তা বেড়েই চলেছে। এদিকে জার্মানিতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়েছে। আগামী সেপ্টেম্বরে তারা সুদের হার কমাবে কি না তা নিয়েও চিন্তাভাবনা চলছে।