কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬৭
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কেরালার ওয়েনাড়ে গত মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে। তাদের মধ্যে ৭৭ জন পুরুষ, ৬৭ জন নারী এবং ২২টি শিশু রয়েছে। এখনো নিখোঁজ আছেন ১৯১ জন। গত বুধবার সন্ধ্যায় ওয়েনাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ এখনো চলছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরালার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালাচ্ছেন।
পাহাড়ি ওই এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে, তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুব কঠিন বলে ওয়েনাড় জেলা প্রশাসন জানিয়েছে।