ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হানিয়া হত্যাকাণ্ড সংঘাতের পথে মধ্যপ্রাচ্য

হানিয়া হত্যাকাণ্ড সংঘাতের পথে মধ্যপ্রাচ্য

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় নতুন করে বিস্তৃত সংঘাতের দিকে ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্য। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য অধ্যয়নবিষয়ক অধ্যাপক নাদের হাশেমি বিবিসিকে বলেন, এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যকে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। অধ্যাপক নাদের হাশেমি বলেন, এটি অনেক বড় ঘটনা। আমার ধারণা, লেবাননের ঘটনাপ্রবাহে এর প্রভাব পড়বে। কারণ, ইসমাইল হানিয়া নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগেই বৈরুতে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতাকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল। মনে করা হচ্ছিল, ইরান ও হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ আর বাড়াতে চায় না। তবে এই হত্যাকাণ্ড সেই ধারণা বদলে দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত