ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানে বন্যায় ৩০ জনের মৃত্যু

পাকিস্তানে বন্যায় ৩০ জনের মৃত্যু

পাকিস্তানে মুষলধারে বৃষ্টির কারণে বন্যায় চলতি সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। রয়টার্স জানিয়েছে, লাহোরের দ্বিতীয় বৃহত্তম শহরে চার দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাঞ্জাবের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ‘লাহোরে আবারও ৪৪ বছরের পুরনো বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে। বৃষ্টির কারণে এখানে আরো ছয় জনের মৃত্যু হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আনোয়ার শেহজাদ জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় গত তিন দিনের বৃষ্টি ও বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন শিশু ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত