ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইরানের হুমকিতে উদ্বিগ্ন বাইডেন

ইরানের হুমকিতে উদ্বিগ্ন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করেছেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহ হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি থেকে সরে দাঁড়াবে ইরান। গত শনিবার এক সংবাদ সম্মেলনে বাইডেন জানান, ইরানের হুমকির ফলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরান সরে দাঁড়াবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি তাই আশা করি। কিন্তু আমি জানি না।’ গত বুধবার তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়েহকে হত্যা করা হয়। এদিকে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর

সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুক্র নিহত হয়। ইরান এবং হামাস হানিয়েহ’র হত্যার জন্য ইসরাইলকে দায়ী করেছে এবং তারা হিজবুল্লাহর সঙ্গে মিলে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। তাদের হুমকির প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা জোরদার করতে পেন্টাগন গত শুক্রবার বলেছে, তারা এই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করবে। এমন পরিস্থিতিতে বাইডেনের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য এলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত