ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন নাগরিকদের যে কোনো উপায়ে লেবানন ছাড়ার আহ্বান

ইসরায়েল ভ্রমণে না যেতে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে কানাডা
মার্কিন নাগরিকদের যে কোনো উপায়ে লেবানন ছাড়ার আহ্বান

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কার মধ্যে নাগরিকদের যে কোনো উপায়ে লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে লেবাননে মার্কিন দূতাবাস। গত শনিবার এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ফ্লাইট স্থগিত ও বাতিল হওয়ার পরো, লেবানন ছাড়ার জন্য বিকল্প বাণিজ্যিক পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। বিকল্প ফ্লাইটের যে কোনো একটিতে যে কোনো টিকিট কেটে নাগরিকদের বৈরুত ছাড়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। যারা এখনো বৈরুত থাকতে চান তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এর আগে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে উল্লেখ করে নিজেদের নাগরিকদের দ্রুত বৈরুত ছাড়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ইসরায়েল ভ্রমণে না যেতে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। লেবানন না যাওয়ার বিষয়ে নাগরিকদের আরো আগেই সতর্ক করেছিল দেশটি। লেবাননে অবস্থানকারীদের অবিলম্বে চলে যেতে বলেছে এবং অন্যদের সেখানে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তেহরানে হিজবুল্লাহ নেতা ইসমাইল হানিয়েহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। এরপর থেকেই এ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে শনিবার মধ্য রাতে উত্তর ইসরায়েলের বেইট হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলোকে বাধা দিচ্ছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত