ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেয়ার দাবি ইউক্রেনের

রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দেয়ার দাবি ইউক্রেনের

রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের একটি বন্দরে নোঙর করা সাবমেরিনটির নাম রোস্তভ-অন-ডন। কিলো-শ্রেণির এই সাবমেরিনটি ২০১৪ সালে চালু করা হয়। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার ক্রিমিয়া উপদ্বীপের বন্দর শহর সেভাস্তোপোলে ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার সাবমেরিনটি ডুবে যায়। এ হামলায় ক্রিমিয়া উপদ্বীপটি রক্ষায় রাশিয়ার মোতায়েন করা চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন কিয়েভের কর্মকর্তারা। তবে সাবমেরিন ডুবিয়ে দেয়া নিয়ে ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি। ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, এর আগে চালানো এক হামলায় সাবমেরিনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি মেরামত করে রাশিয়া। সম্প্রতি সেভাস্তোপোলের কাছে সাবমেরিনটির কর্মক্ষমতা পরীক্ষা করা হচ্ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত