ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাজায় স্কুলে ফের ইসরায়েলি হামলা নিহত ১৭

গাজায় স্কুলে ফের ইসরায়েলি হামলা নিহত ১৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেখ রাদওয়ান পাড়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়ার জন্য আরেকটি একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকেই শিশু। গতকাল রোববার ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। স্কুলটিতে বাস্তুচ্যুত হওয়া বহু মানুষ আশ্রয় নিয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৫৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯১ হাজার ২৮০ জন। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত