জার্মানিতে বেড়েছে সাইবার হামলা সন্দেহের তীর চীনের দিকে

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির ওপর সাইবার আক্রমণের ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বার্লিনে চীনা রাষ্ট্রদূতকেও তলব করেছে ইউরোপের এই সমৃদ্ধ দেশটি।

চীনা সাইবার আক্রমণের কারণে সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন জার্মান সরকারের একজন মুখপাত্র। জার্মান বার্তাসংস্থা ডয়চে ভেলে এ খবর প্রকাশ করেছে। জার্মানিতে ২০২৩ সালে বিদেশি অপরাধীদের দ্বারা সাইবার অপরাধ আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে। ২০২২ সালে এই সংখ্যা তার আগের বছরের তুলনায় আট শতাংশ বেড়েছিল। এর বেশিরভাগই রাশিয়া ও চীন থেকে। ধারাবাহিক হামলার মধ্যেই জার্মানি কড়া প্রতিক্রিয়া জানালো। ডয়চেভেলের খবরে বলা হয়, সাইবার আক্রমণের পর জার্মান সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার কড়া বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আমরা জার্মানির বিরুদ্ধে পরিচালিত এই ধরনের সাইবার কার্যকলাপের দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং সাইবারস্পেসে দায়িত্বশীল এবং নিয়মতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি। ফিশার বলেন, চীনা গুপ্তচরবৃত্তি এবং চীনা সাইবার হামলার দ্বারা সৃষ্ট বিপদকে আমরা মোটেও ছোট করে দেখছি না।