সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সামরিক বাহিনী দেশটির পূর্ব সীমান্তে উল্লেখযোগ্য পরিমাণে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। দেশটির বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে। খবর কাসনিম নিউজের। হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যা করার পর ইরান ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডে গত বুধবার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহিফার্দ। পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সব অস্ত্র মোতায়ন করা হয়েছে তার মধ্যে রয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম।

ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সব অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাবাহিফার্দ বলেন, দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে এই সব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন।