নতুন গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ নিয়ে হামাসের সন্দেহ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য নতুন আলোচনার পরিবর্তে আগের আলোচনা অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। গত রোববার এ আহ্বান জানান হামাস নেতারা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় তাদের অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গত সপ্তাহে, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি সম্পন্ন করার জন্য হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ আগস্ট কায়রো বা দোহাতে নতুন করে আলোচনার জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনায় অংশ নিতে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। নতুন আলোচনার প্রস্তাব পর্যালোচনা করছে বলে হামাসের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়। তবে এখন আভাস দেয়া হচ্ছে যে, নতুন বৈঠকে অংশ নেয়া থেকে তারা বিরত থাকতে পারে। এক বিবৃতিতে হামাস বলেছে, ‘বাইডেনের দূরদর্শিতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্লেষণের ভিত্তিতে যে পরিকল্পনাটি গত ২ জুলাই সর্বসম্মতক্রমে গৃহীত হয়েছে, তা বাস্তবায়নের পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’ বিবৃতিতে আরো বলা হয়, দফায় দফায় আলোচনা বা নতুন পরিকল্পনা মূলত ইসরায়েলি দখলদারদের আগ্রাসনকে আড়াল করবে, যা তাদেরকে গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিবে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ মে যুদ্ধবিরতির জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে।